Sunday, February 10, 2019

আমাদের জীবন আচরণ অদ্ভত মনে হয়!!!

চাইলেই একজনের সমালোচনা করা যায়! ভাল মন্দ বিচার করতে হয় না। একিভাবে চাইলেই নিজের মহত্বগাতা বর্ণানা করা যায়, নিজের দোষা গুণ চিন্তা না করেই, সচেতভাবেই হয় এগুলো।  কোন সুফল ভোগের আশা অথবা কেউ মহত্ব  কিনতে চাই। আর এ সব কিছুই দুটি শব্দের সমন্নয়ে ঘটিত, “স্বার্থ” অথবা “ক্ষমতা”। এসব কিছুই নি:স্বার্থ আর মহত্ব বলেই চালিয়ে দেওয়া হয় আর তখনই আমাদের জীবন আচরণ অদ্ভত মনে হয়!!! কেউ এগুলো অনুধাবন করতে পারি আবার কেউ পারি না হয়তো।

Author: Ahmed Sharif

No comments:

Post a Comment