Wednesday, April 29, 2020

এনার্জি সেভিং মোটর তৈরীর পদ্ধতি : পরিবর্তন করা যেতে পারে ফ্রি এনার্জি ইঞ্জিনে।

চিত্র 1ঃ স্থায়ী চুম্বক আর্মেচার মোটর           চিত্র 2ঃ ইলেক্ট্রোম্যাগনেটিক আর্মেচার মোটর

একটি সাধারণ মোটর এবং তার সাথে একটি স্থায়ী চুম্বকীয় মোটর ব্যবহার করে এনার্জি সেভিং মোটর উৎপাদন করা যেতে পারে।

প্রথম পদ্ধতি
================
এনার্জি সেভিং মোটর তৈরি করার পদ্ধতিঃ
এতে স্থায়ী চুম্বকের আর্মেচারের বিকর্ষণ এবং মোটর এর আর্মেচারের আকর্ষণ সমান হতে হবে। অর্থাৎ যদি স্থায়ী চুম্বকীয় মোটরের আর্মেচারের  A অংশের বিকর্ষণ হয় ১নিউটন তবে ইলেক্ট্রোম্যাগনেটিক মোটরের A অংশের আকর্ষণ হবে ১ নিউটন।
স্থায়ী চুম্বকীয় আর্মেচারের বিকর্ষণ এবং ইলেক্ট্রোম্যাগনেটিক চুম্বকের আকর্ষণ সমান হওয়ার কারণে এদের আকর্ষণ বিকর্ষণ সমান শূন্য হবে। 
স্থায়ী  চুম্বকীয় আর্মেচার বিকর্ষণ = ১নিউটন  এবং ইলেক্ট্রোম্যাগনেটিক চুম্বকের আকর্ষণ = ১নিউটন
১-১= ০।
 যার ফলে যন্ত্রের আর্মেচার কি মুক্তভাবে ঘুরতে সক্ষম।

চিত্র নং 3 সংযুক্ত মোটর মডেল

মোটর দুটিকে এভাবে সংযুক্ত করে একটি মোটরে রূপান্তর করতে হবে। 
শুধুমাত্র বিদ্যুৎ সংযুক্ত থাকবে ইলেক্ট্রোম্যাগনেটিক মোটরের সাথে। যখন ইলেক্ট্রোম্যাগনেটিক মোটরের A অংশটুকু বিদ্যুৎ গ্রহণ করে বিকর্ষণ এ রুপান্তর হবে, তখন স্থায়ী চুম্বক মোটরের A অংশটুকু একই সাথে চাপ প্রয়োগ করবে। 
 ফলে বিদ্যুৎ ব্যবহার করে এক নিউটন সমান বল প্রযুক্ত হবে এবং স্থায়ী চুম্বক থেকে প্রাকৃতিক ভাবে আরো এক নিউটন বল অতিরিক্ত প্রয়োগ। 
স্থায়ী  চুম্বকীয় আর্মেচার বিকর্ষণ = ১নিউটন  এবং ইলেক্ট্রোম্যাগনেটিক চুম্বকের বিকর্ষণ = ১নিউটন
১-১= ২।

এই প্রক্রিয়ায় কমপক্ষে চল্লিশ 40%  বিদ্যুৎ সাশ্রয় হবে।

দ্বিতীয় পদ্ধতি
================
যদি কোন কারনে উপরের প্রক্রিয়াটি ব্যর্থ হয় তাহলে নিচের দ্বিতীয় কে আছে দ্বিতীয় পদ্ধতি পদ্ধতি কি কাজ করবে।

চিত্র নং 4: এভাবে একটি মোটর কে দুই ভাগ করে তৈরি করতে হবে

এভাবে উপরে মোটরটি কে দু ভাগে ভাগ করে তৈরি করলে উপরের পদ্ধতিতে যদি কোন যান্ত্রিক ত্রুটি থেকে থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। এ পদ্ধতিতে E পয়েন্ট থেকে এনার্জি সংগ্রহ করা যেতে পারে।
E পয়েন্ট এ বেল্ট  এর পরিবর্তে চেইন ব্যবহার করা যেতে পারে অথবা পিনিয়ন ব্যবহার করা যেতে পারে। বেল্ট   ব্যবহার করা যাবে না।

এই যন্ত্রটি কে ফ্রী এনার্জি ইঞ্জিনে রূপান্তর করার পদ্ধতি:
=============

যদি কোনভাবে খরচ করা শক্তি থেকে 20% বেশি শক্তি উৎপাদন করা যায় তবে এটাকে নিজের অংক অনুসারে ফ্রি এনার্জি ইঞ্জিনিয়ার রূপান্তর করা যাবে। এখানে একটি সেটের দুটি চিত্র ভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে।

মনে করি প্রথম সেটে: বিদ্যুৎ খরচ=  100v  বিদ্যুৎ উৎপাদন = 120v

এভাবে একের পর এক নতুন সেট তৈরি করে প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায়। নিচে 20 বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া দেখান হল চিত্রের মাধ্যমে।

Author: Ahmed Sharif


No comments:

Post a Comment