Tuesday, April 28, 2020

সবকিছুই সময় (Everything is time)




সবকিছুই সময়  (Everything is time): ইউনিভার্স এবং ইউনিভার্সের বাইরে মাল্টিভার্স অথবা ফ্রী স্পেইস সমস্ত কিছু সময় থেকে সৃষ্টি। সময়ের পরিবর্তন না হলে কোনো ভাবে কোনো কিছুর সৃষ্টি হওয়া সম্ভব নয়। শক্তি, ভর অথবা খালি জায়গা যা কিছু সৃষ্টি হয়েছে, সবকিছুই সময়ের পরিবর্তন । অনেক বেশি সময় লেগেছে যা পর্যবেক্ষণ করা অনেক কঠিন ।
সময়ের কোনো সৃষ্টি নেই এবং তার কোন ধ্বংস নেই।
সময়ের কোনো দিক নেই ( পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ উপর-নিচ)।
কেন্দ্রবিন্দু ও নেই (ফোকাস পয়েন্ট)।
অবশেষে বলা যায় সবকিছুই সময়

Author: Ahmed Sharif

Image collected from: Pexels.com  Profile: Miguel Á. Padriñán

No comments:

Post a Comment