Monday, March 13, 2023

সময়, বিগ ব্যাং, হোয়াইট হোল এবং ব্ল্যাক হোল

 সময়:

সময় একমাত্র অস্তিত্ব যা কোন ধরনের শর্ত ছাড়া আমাদের প্রকৃতিতে অবস্থান করে এবং নিজেকে বৃদ্ধি করছে এবং করতে থাকবে| 

আমাদের মহাবিশ্বের সমস্ত কিছু সময়ের দ্বারা সৃষ্টি এটা বিগ ব্যাং এর আগে হোক অথবা পরে এটা ইউনিভার্স হোক অথবা মাল্টিভার্স সময় ব্যতীত কোনো ভাবে কোনো কিছুই সৃষ্টি হওয়া সম্ভব নয় এবং যদি এটা ডাইমেনশন হয় যেকোনো ডাইমেনশনে আপনি অবস্থান করেন আপনার সময়ের পরিবর্তন হতেই হবে আর এই সময়ের পরিবর্তন না হলে কোনো কিছুরই পরিবর্তন আসবে না এবং কোনো কিছুর পরিবর্তন যদি না আসে কোন কিছুই সৃষ্টি হবে না| তাই বলা যায় সময় সবকিছু|

বিগ ব্যাং:

বিগ ব্যাং কোন সিঙ্গুলারিটি থেকে সংঘটিত হয়নি অথবা শূন্য থেকে সংঘটিত হয়নি পূর্বে ব্ল্যাকহোলের মত অসংখ্য ব্ল্যাকহোল চতুর্দিকে ছড়িয়ে ছিল এবং কোন একটা ব্ল্যাকহোলের ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুটি ব্ল্যাকহোলের সংঘর্ষের কারণে এই বিগ ব্যাং সংঘটিত হয়েছে| অবশ্যই এগুলা এক্সট্রিম সুপার্মাসিভ ছিল|

বিজ্ঞানীরা দুটি ব্ল্যাকহোল কে একসাথে যুক্ত হতে দেখেছে তাতে তো কোন মহা প্রলয় ঘটে নি এ প্রশ্নের উত্তর হচ্ছে, হোয়াইট হোল|

হোয়াইট হোল:

হোয়াইট হোল মূলত এন্টিম্যাটার ইউনিভার্সেল অবস্থান করছে ,এন্টিমেটার দিয়ে যে হোল টি তৈরি হয়েছে সেটা হচ্ছে হোয়াইট হল|


যখন সুপার্মাসিভ ব্লাক হোল ম্যাটার দিয়ে তৈরি এবং সুপার্মাসিভ হোয়াইট হোল এন্টিমেটার তৈরি দুইটাই একই সাথে মিলিত হচ্ছে তখন বিগ ব্যাং মতো বিশাল বিস্ফোরন ঘটছে|

-------------------------------------------------------------------------------------------------------------

সাধারণত ব্ল্যাক হোল থেকে ব্ল্যাকহোলের কোন ম্যাটার ছিটকে পড়ে যাওয়া অসম্ভব কারণ ব্ল্যাক হোলের ভিতরে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্ভাবনা নেই এখানে মাধ্যাকর্ষণ এত বেশি শক্তিশালী যে এখানে কোন বস্তু পড়ে যাওয়ার সাথে সাথে তার সমস্ত পার্টিকেল গুলো ভেঙে একদম ব্ল্যাকহোলের সাথে মিশে গিয়ে ব্ল্যাক হোল রূপ ধারণ করে এবং এই ভাবে ব্ল্যাকহোল তার আকার বৃদ্ধি করে |

এরকম শক্তিশালী মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসতে হলে এবং এরকম ঘনত্বের একটা বস্তুকে বিস্ফোরণ ঘটাতে হলে একই রকম শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন একই রকম ঘনত্বের আরেকটি বিস্ফোরক পদার্থ প্রয়োজন আর সেটা হচ্ছে এন্টিমেটার ইউনিভার্সের হোয়াইট হল|

সুতরাং ব্ল্যাকহোল হল ম্যাটারের সর্বোচ্চ সংকোচন এবং হোয়াইট হল হল এন্টিম্যাটারের এর সর্বোচ্চ সংকোচন| 

ব্ল্যাকহোল যদি ইনফিনিটি সিঙ্গুলার পয়েন্টে অবস্থান করতো তাহলে ব্ল্যাকহোলের আকার ছোট বড় হতো না ইভেন্ট হরাইজন আমরা একই সমান দেখতাম|

ব্ল্যাকহোল মূলত ম্যাটারের সর্বোচ্চ সংকোচন যেখানে সাধারন রাসায়নিক বিক্রিয়া ঘটা সম্ভব নয়| এবং মাধ্যাকর্ষণ তার সর্বোচ্চ শক্তি দিয়ে শূন্যস্থান গুলি পূরণ করে দেয়| 

হোয়াইট হোল মূলত এন্টিমেটার এর সর্বোচ্চ সংকোচন যেখানে সাধারন রাসায়নিক বিক্রিয়া ঘটা সম্ভব নয়| এবং মাধ্যাকর্ষণ তার সর্বোচ্চ শক্তি দিয়ে শূন্যস্থান গুলি পূরণ করে দেয়| 

আর এই শক্তিশালী মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসতে হলে পিওর এনার্জি বিস্ফোরণ করতে হবে আর  একমাত্র সম্ভব ম্যাটারের এবং এন্টিমেটারের সমান শক্তিসম্পন্ন সমান মাধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন সমান ঘনত্বের দুটি বস্তু| 

No comments:

Post a Comment