Thursday, November 30, 2023

হেরে গিয়েছে মানবতা

গ্রামের লোকেরা অল্প জিনিস নিয়ে ঝগড়াঝাটি করে ভাবতাম সেগুলা মনে হয় জানাশোনা কম লেখাপড়া কম তাই ছোট জিনিস নিয়ে ঝগড়া করে আসলে তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা নিয়ে ঝগড়া করে যেমন বাড়ির সীমানা অথবা আবাদি জমির সীমানা নিয়ে অথবা আর্থিক কোন ছোটখাটো বিষয়ে অথবা নিজেদের যে কোন রকম বিশ্বাস নিয়ে হোক ধর্মীয় অথবা সমাজে সামাজিক বিষয় নিয়ে।

বর্তমান বিশ্ব ভু রাজনীতির প্রেক্ষাপট দেখে সে গ্রামের দৃশ্য চোখের সামনে ভেসে আসে এতে কোন পার্থক্য নেই। আমরা শিক্ষিত হয়েছি কিন্তু বদলাতে পারিনি শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি প্রতিষ্ঠিত হয়েছে স্বার্থ আর ক্ষমতা হেরে গিয়েছে মানবতা। 

_____ আহমদ শরীফ

No comments:

Post a Comment